কি এই দুয়ারে রেশন প্রকল্পে,WEST BENGAL DUARE RATION Prokolpo 2021,What is Duare Ration Prokolpo,

                                                                                 
দুয়ারে রেশন প্রকল্প,






ওয়েস্ট বেঙ্গলে প্রতিটি গ্রাম পঞ্চায়েত শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প। মাননীয় মূখ্যমন্ত্রী মমতা

 বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনের আগে সে নিজের মুখে ঘোষণা করে ছিলেন।যে যোদি তৃনমূল

 সরকার আবার নতুন করে খমতাই আসে। তাহলে তিনি রেশন বাড়িতে পোচ্ছে দেবেন। সেই কথামত

 তৃণমূল সরকার আবার নতুন সরকার গঠন করে।

তাই ১৫ই মে নতুন নোটিশ দিয়েছেন। এই দুয়ারে 'রেশন প্রকল্প' চালু করার কথা জানিয়েছেন।

 তিনি বলেন খুব তাড়াতাড়ি যেন এই দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়ন করতে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এই প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। 





  কি এই দুয়ারে রেশন প্রকল্পে:- এই প্রকল্পটি হলো প্রতিটি রাজ্য বাসিকে রেশন নিতে বাড়ির বাইরে বের হতে হতো। কিনতু এখন থেকে এই দুয়ারে রেশন প্রকল্পে আর বাড়ির বাইরে বের হতে হবে না । বাড়িতে রেশন পোচ্ছে দেবেন এই তৃণমূল সরকার। এই প্রকল্পটিতে কত জন লোক নিয়োগ করা হবে!:- কিছুদিন আগে একটি নোটিশ এ বলা হয়েছে যে এই দুয়ারে রেশন প্রকল্পে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এ ১০ জন করে কর্মী নিয়োগ করতে হবে। 


আমাদের টেলিগ্ৰামে সবার আগে তথ্য পাওয়ার জন্য আজকেই জয়েন করুন:-

Click Now    👈👈👈👈👈👈👈👈





 এই প্রকল্পে কর্মীদের কত টাকা বেতন দেওয়া হবে:- প্রত্যেক কর্মীদের প্রতিদিন ৩৮৬ টাকা করে প্রতিদিন বেতন দেওয়া হবে।

  


অফিসিয়াল নোটিশ ডাউনলোড করুন:-


  এই পোস্টের জন্য কিভাবে আবেদন করতে হবে:- ই পোস্টের জন্য প্রত্যেক জেলা প্রশাসক দের নোটিশ পাঠানো হয়েছে খুব তাড়াতাড়ি আবেদন শুরু হবে বলে জানা গিয়েছে। এই পোস্টের জন্য আপনাকে আপনার নিজের বিডিও অফিসে ও গ্ৰাম পঞ্চায়েত যোগাযোগ করতে হবে। এই খান থেকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।


 ভিডিও দেখুন:-Youtube      👈👈👈👈👈👈

Post a Comment

0 Comments