![]() |
| WEST BENGAL CIVIC VOLUNTEER JOB 2021 |
২৩ জেলায় প্রায় পাঁচ বছর আগে শুরু হয়েছিল সিভিক ভলেন্টিয়ার চাকরি। কিন্তু এই সিভিক ভলেন্টিয়ার চাকরি নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেয়া হয় বিভিন্ন ধরনের কারনে।
হাইকোর্টের নির্দেশ দিতে না দিতেই এই এই চলতি মাসের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে। কিন্তু ২৩ টি জেলায় চাকরি নিয়োগ নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। কিভাবে এই পোস্টের জন্য আবেদন করানো হবে এই নিয়ে চিন্তিত উপর কর্তার।
তবে এই সিভিক ভলেন্টিয়ার চাকরি বেতন এখন সেই রকম থাকবে, বলে জানা গিয়েছে, সিভিক ভলেন্টিয়ার, পোস্টের জন্য আট ঘণ্টা করে ডিউটি থাকবে বলে জানা গিয়েছে সূত্রের খবর, এই পোস্টের জন্য আবেদন করিকে এইট পাশ করে থাকলেই আবেদন করতে পারবেন কিন্তু ২০১২ সালে এই পোস্টের জন্য আবেদন করেছেন বহু মএ পাশ ও পিএইচডি ডিগ্রি, পশ্চিমবঙ্গ এতটাই কর্ম হিন হয়েপড়েছে যে এই পোস্টের জন্য ২০১২ সালে ১.৮ লক্ষ্য আবেদন জমা পড়েছিল,
কিন্তু এই নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ শুরু হলে প্রচুর আবেদন জমা পড়েবে,তাই এই সিভিক ভলেন্টিয়ার পোস্টের জন্য কতগুলো শূন্যপদ হলে ভালো হয় তা নীয়ে চলছে বিভিন্ন আলোচনা,এই পোস্টের জন্য আবেদন করতে এক মাস টাইম দেওয়া হবে বলে সূত্র জানিয়েছে,
এই পোস্টের জন্য কিভাবে আবেদন করবেন
সিভিক ভলেন্টিয়ার্স চাকরির জন্য ২০১২ সালে Off' line ফর্ম পূরণ করতে হয়েছে, কিন্তু ২০২১ এ কিভাবে আবেদন করতে হবে তা কিন্তু জানা যায়নি,
২০২১ এ নতুন সিভিক ভলেন্টিয়ার চাকরি কীভাবে নেওয়া হবে
এই পোস্টের জন্য আশা করছি যে শুধু ইন্টারভিউ ও শারীরিক মাপযোগ করে নিয়োগ করা হবে,
সবাই খুব চিন্তিত হয়ে পড়েছেন কবে নিয়োগ করা হবে সিভিক ভলেন্টিয়ার? খুব তাড়াতাড়ি নিয়োগ করা হবে যখন Official Notification বেরোবে জানানো হবে এই ওয়েবসাইট পোটালে।WBJOB,
তাই বিভিন্ন ধরনের চাকরি খবর পেতে আমাদের টেলিগ্ৰামে যুক্ত হয়ে জান,
![]() |
| https://t.me/WBNEWJOB |
JOIN NOW:-Click Now
🙏🙏🙏🙏ধন্যবাদ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 🙏🙏🙏🙏
KEYWORDS:- Civic Volunteer recruitment 2021,New Civic Volunteer recruitment,New Civic Volunteer,New job,WBJOB, নতুন চাকরি, নতুন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ,


5 Comments
দাদা আমি হুগলী থেকে বলছি আমাদের জেলাতে কবে রিকুরমেন্ট বেরবে
ReplyDeleteহুগলী ডিস্ট্রিক্ট কবে বেরবে
ReplyDeletevolunteer ka job mil sakta he sir.purulia se.Rk
ReplyDeleteAbhijit. Brahma
ReplyDeleteAbhijit. Brahma.. Paschim. Madanipur
ReplyDelete